রুদ্রাণী
রুদ্রাণী


চক্ষুবহ্নি উঠিছে জ্বলিয়া ,
মর্ত্ত্য দামিনী উঠিলো জাগিয়া ;
মুষ্টিবদ্ধ সাহস হাতে রুদ্রাণী হলো নারী ।
আঁচড় কাটিলে উঠিবে ফুঁসিয়া ,
অহম দংশে উঠিছে রুষিয়া ;
কালপিঞ্জর গুঁড়াইয়া যাবে , শক্তি বড় ভারী ।
গর্ভে রাখিবে , বাহুতে পালিবে ,
সমাজেরে ওরা বাঁধিয়া রাখিবে ;
বিশ্বমাঝে অটুট রহিবে নারীশক্তি সদা ।
নিষেধ আর মানিবে না কভু ,
জোর মননে দিয়াছেন প্রভু ;
পলকে টুটিবে আজিকে নারীর পথের বাধা ।