STORYMIRROR

বিকাশ দাস

Classics

2  

বিকাশ দাস

Classics

রোজ ডে

রোজ ডে

1 min
408


গোলাপ ভালোবাসার চিহ্ন

যে রঙেরই হোক না কেন

সুখের সূর্যোদয় তার সমস্ত পাতা

দুঃখ বেদনা হৃদয়ের গভীর যেন

ভালোবাসার শাশ্বতখোলা সরলতা। 

শুকনো প্রাণের শ্বাস 

সুগন্ধ ঘ্রাণের বিশ্বাস

নিশ্চুপ ছোঁয়ার আশ্বা

স 

বিজ্ঞানের পাতায় যত্নে রাখা

বেঁচে থাকার ওষুধ স্বপ্নে মাখা।


ঊহ্য শীত শিশিরের ভোরে

রোদের আঁচের নিবিড় ধরে

রঙের কোমলতা আগলে রাখার স্মৃতি।

অনন্তকাল জীবনের উঠোন-ঘরে 

মৃত্যু-কোষে বুকভরা ভালোবাসা প্রীতি।   


Rate this content
Log in

Similar bengali poem from Classics