রোজ ডে
রোজ ডে


বিকেলে এখনও অভ্যাস বশে জল দিই আলসেতে সাজানো ফুল গাছে
বসন্ত সমাগম দেখি পাতায় পাতায়
অযত্ন বেড়েছে নিয়ম করে
এত রং - - ভালো লাগে না আর।
সাদা রঙেও শান্তি নেই, বুঝি।
সেই গাছটা কি করে যেন বেঁচে গেছে যার সমস্ত জুড়ে ছিল ক্ষয়
কে দিল এই প্রাণ!
আজ দেখি তার প্রথম ফুলের শোভা
রক্তের মত গাঢ় লাল
আমি চলে যেতে যেতে ফিরে আসি
তুলে নিই রক্ত গোলাপ...
তোমার ফটো থেকে খুলে রাখি রজনীগন্ধার মালা
চোখে চোখ রেখে জানি, তুমি নেই
তবু গোলাপের দিব্যি কেটে বলি, ভালোবাসি।