STORYMIRROR

Sankha sathi Paul

Classics

4  

Sankha sathi Paul

Classics

রোজ ডে

রোজ ডে

1 min
376

বিকেলে এখনও অভ্যাস বশে জল দিই আলসেতে সাজানো ফুল গাছে

বসন্ত সমাগম দেখি পাতায় পাতায়

অযত্ন বেড়েছে নিয়ম করে

এত রং - - ভালো লাগে না আর।

সাদা রঙেও শান্তি নেই, বুঝি।

সেই গাছটা কি করে যেন বেঁচে গেছে যার সমস্ত জুড়ে ছিল ক্ষয়

কে দিল এই প্রাণ!

আজ দেখি তার প্রথম ফুলের শোভা

রক্তের মত গাঢ় লাল

আমি চলে যেতে যেতে ফিরে আসি

তুলে নিই রক্ত গোলাপ...

তোমার ফটো থেকে খুলে রাখি রজনীগন্ধার মালা

চোখে চোখ রেখে জানি, তুমি নেই

তবু গোলাপের দিব্যি কেটে বলি, ভালোবাসি। 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics