রোদন ভরা ৭ই সেপ্টেম্বরে
রোদন ভরা ৭ই সেপ্টেম্বরে


এখন
তুমি রবে নিরবে...
আমি নিশ্চিত
আবার কোথাও দেখা হবে...
হয়তো বা অন্য কোন গ্রহে!
তুমি যদি সত্যিই তারা হয়ে
ভেসে থাক আকাশে,
এক নতুন গ্রহ হয়ে
আমিও কাজের শেষে
মেতে যাব তোমার প্রদক্ষিণে
সেই চিরকালীন নাম-না-জানা মোহে...