STORYMIRROR

Prasanta Kumar Chatterjee

Abstract Romance Tragedy

3  

Prasanta Kumar Chatterjee

Abstract Romance Tragedy

হৃদয়-গহীনে

হৃদয়-গহীনে

1 min
181

অনন্ত কালের পথে

একবারই এসেছিল সে…

সুদূর অতীতেই চলে গেছে

নীলিমার নীল স্রোতে ভেসে।

 

স্মৃতির গবাক্ষের ওপারে

শুধুই অনাবিল নীরবতা… 

আর অতীতের মৌনতা মাখা

এলোমেলো কিছু বার্তা।


সময় এগিয়ে চলেছে

তার ভ্রূক্ষেপহীন অনিবার ছন্দে…

সে নেই, তবু মন আজও মেতে ওঠে

তার অলখ ছোঁয়ার আনন্দে।


তখন মনে হত অভ্যাস অথবা

সচেতন মধুরিত আবেশতা…

আজ বুঝি, বিরহ বেদনার মাঝেই

জেগে ওঠে প্রেমের নিবিড়তা ।।


Tag: #lovelanguage


Rate this content
Log in

Similar bengali poem from Abstract