STORYMIRROR

Prasanta Kumar Chatterjee

Abstract Tragedy Fantasy

3  

Prasanta Kumar Chatterjee

Abstract Tragedy Fantasy

প্রিয়তমাসু

প্রিয়তমাসু

1 min
234

#lovelanguage


যদিও তোমার সাথে আজও দেখা হয়নি

তবুও তোমার চোখে চোখ রেখে হারিয়ে যাবার ইচ্ছাটা

দিন দিন প্রবল হচ্ছে…

অথচ জীবনের জটিলতা কেমন যেন

দিন দিন তোমাকে

আরও দূরে টেনে নিয়ে যাচ্ছে…

কবিতায় আমরা এক,

গানের সুরে আমরা অভিন্ন…

মাছ, ভাত আর বেগুন পোড়া,

দু’জনেরই পাতায় ভরা…

তাহলে আমরা ভিন্ন হলাম কেন?

এক শীর্ণ ইছামতি-রেখা

আমাদের চিরতরে করে দিল বিচ্ছিন্ন…

আর আমরা কপাট বন্ধ করে

বাধ্য বাছুরের মত

স্বাধীনতার ললিপাপ চোষা লালা ঝরাতে ঝরাতে

বসে রইলাম যে যার ঘরে…

আমি জানিনা –

তুমি জানকী কি জাহানারা,

আর আমি তোমার রাম না রহমন…

শুধু জানি আমরা দুজনেই

আজ দিশাহারা…

অচেতন অভিমানের মূর্খ বিলাসে

আজও বিপন্ন আমাদের সংস্কৃতি…

শতাধিক বর্ষ তার কাল (কালো!) স্রোতে

ভাসিয়ে নিয়ে গেছে এক শীর্ণ ইছামতি… 

চেয়ে দেখ প্রিয়তমা

এসেছে সময়…

এখন ইছামতি শুধুই পলিময়,

কার ক্ষোভ, কার দোষ,

কার লোভ, কার রোষ,

থাক সে সব নুড়ি পাথরের রেশারেশি…

এসোনা, আর একবার স্থির হয়ে

চোখে চোখ রেখে, বসি পাশাপাশি।        



ഈ കണ്ടെൻറ്റിനെ റേറ്റ് ചെയ്യുക
ലോഗിൻ

Similar bengali poem from Abstract