ঋণের বোঝা
ঋণের বোঝা

1 min

432
ঋণ কতটা হলে ঋণী হতে হয় আজীবন!
পরিশোধের শেষে ঋণের ভগ্নাংশের রেশ থেকে যায়,
চৌকাঠের দাওয়ায় এখনও জ্যোৎস্নার শেষ আলো,
আলো আঁধারিতেও স্মৃতির পাতায় উষ্ণীষ মন!
আমার ঔরসে জন্ম নিয়েছে ঈশ্বরের আলোকিত মূলধন,
অসূর্যম্পশ্যা শিরোপায় মান্যতা দিয়ে কী লাভ?
ঋণের বোঝায় আরও ঋণী হতে ক্ষতি নেই।
উদিত সূর্যের আলোয় উদ্ভাসিত হোক নব দিগন্তরেখা -
তোমার ঋণের পরিমাণ বাড়লে বাড়ুক।