STORYMIRROR

তাম্বুল রাতুল

Inspirational Others

3  

তাম্বুল রাতুল

Inspirational Others

রঙমশাল

রঙমশাল

1 min
251

পৃথিবীর বোঝা মাথায়,ব্ল্যাকহোলের টানে ছুটে চলা, আমি এক মামুলি কুলি

আমি ডাইনীর সাথে করি চুলোচুলি আর বিপদের সাথে কোলাকুলি। 

মহাকালের পথে প্রান্তরে হেলেদুলে আমি আজ ক্লান্ত শ্রান্ত 

শত চক্রান্তের বেড়াজালে ভারাক্রান্ত আমি, সময়ের কাছে সদা উদভ্রান্ত। 


হে গুরু,কফিনে ঘুমাবো নাকি মরিয়া বাঁচিব?

অক্সিজেনের দায় শোধ করতে করতে আজ আমি দেউলিয়া 

তোমার স্মৃতির গোডাউন আজ,মস্তিষ্কে আমার এক বিরাট হাইড্রোজেন বোমা।

তুমি ভালবাসা বোঝ,কিন্তু স্যাক্রিফাইজ বোঝ না।


হে গুরু,কফিনে ঘুমাবো নাকি মরিয়া বাঁচিব?

 

বাতাসের কারাগারে আজ আমি বন্দি খাটাস

জমিনের বুকে আমি এক আঁটকুড়ী বুড়ী

আকাশের নিচে আমি এক বাদামী ছারপোকা। 

হে গুরু,কফিনে ঘুমাবো নাকি মরিয়া বাঁচিব?


আলোকরশ্মি আজ বিষমাখা তীরের ফলা

রাখালের সুরগুলো আজ ভেসে আসা শিশুদের চিৎকার।

বকুল ফুলের গন্ধে, নাই কোন মনমাতানো ছন্দ।


হে গুরু,কফিনে ঘুমাবো নাকি মরিয়া বাঁচিব?

 হে বোকা ছোকরা,

চল মোর সাথে

শোন মোর কথা

স্মৃতিকে বিস্মৃত কর তুমি

এ তোমার নতুন মাথা। 

স্মৃতিকে রাখিয়া ফেলে

পালিয়ে যাইবে চলে।

এ এক নতুন তুমি,হাসিমাখা চোখে

মানুষের দুঃখে সেবক তুমি,নতুন দুনিয়ার বুকে।


হে গুরু,স্মৃতিকে ভোলা কি এতই সোজা?

মাথার উপর যে পৃথিবীর বোঝা।


হে বোকা ছোকরা,

করিয়া সাধনা আর আরাধনা

পরিষ্কার কর মনেরও আঙিনা।

দুনিয়ার বুকে যখন তোমার নাই কোন চাওয়া

তুমিই রাজা,সবই তোমার পাওয়া,

এই আসমান-জমিন-হাওয়া।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational