STORYMIRROR

তাম্বুল রাতুল

Action Inspirational

3  

তাম্বুল রাতুল

Action Inspirational

নেতা

নেতা

1 min
292

চাইনা অন্ন,চাইনা বস্ত্র,চাইনা ত্রাণের ভিক্ষা 

শর্বর মগজে বাতলে দাও রোশনাই দীক্ষা, 

আমার সন্তান যেন পায় মানুষ হওয়ার শিক্ষা। 

নেতার আড়ালে সেজেছ বিক্রেতা

জনগণকে ভাবছ গনতন্ত্রের ক্রেতা।

আমার নেতা,তোমার নেতা

মানুষ কর,হে বিধাতা।

ভোটার চাওনা,ভোট চাও

বৈঠা ছাড়া নৌকা বাও

বৃক্ষ চাওনা,অরণ্য চাও

আজব নীতি কোথায় পাও?

হে নেতা তুমি ঘোষণা দাও

তোমরা সবাই প্রমোদধ্বনি গাও।

ঘুম ভেঙে জেগে উঠ

ডুব দিয়ে ভেসে উঠ

অন্যায় থেকে পিছু হঠ

জাতির থেকে নেতা ছোট।

নতুন দিনের নতুন নেতা,

বজ্রকন্ঠী স্বাধীনচেতা।

মম বাঙালী আমজনতা,

খুঁজছি তোমার রুদ্র কবিতা।

দুন্দুভি বাজিয়ে,রনভেরী সাজিয়ে 

লেজখানা নাঁচিয়ে,আত্মসম্মান বাঁচিয়ে

মানুষ হয়ে ফিরে আয় তোরা

মরণের পথে বেঁচে আছিস যাঁরা।



Rate this content
Log in

Similar bengali poem from Action