STORYMIRROR

তাম্বুল রাতুল

Action Inspirational

2  

তাম্বুল রাতুল

Action Inspirational

একুশে ফেব্রুয়ারি

একুশে ফেব্রুয়ারি

1 min
135

ফাল্গুনেরই আট তারিখ

মেডিকেল হোস্টেলের সামনে

পুলিশ তুমি করলে গুলি

    পারলে তুমি ক্যামনে?

পড়তে গেলে বাংলা পুস্তক

চোখে ভাসে রফিকের মস্তক

শফিউর আসছিল সাইকেলে চড়ে

বুলেট বিঁধল কলিজা ফুঁড়ে

মামার বাড়ি থাকত বরকত

উপহার দিল বাংলা হরকত

মুর্শিদাবাদের দামাল ছেলে

ফেরা হলনা মায়ের কোলে।

মিলিটারি ট্রাক খাম-খেয়াল

শহীদ হল আব্দুল আউয়াল

ফেনীর সন্তান আব্দুস সালাম

শ্রদ্ধা তোমায়,হাজার সালাম।

গফরগাঁওয়ের আব্দুল জব্বার

লাখো বাঙালির অহংকার।

বাচ্চা ছেলে অহিউল্লাহ

কাগজ চিবুচ্ছিল মুখে

ভাষার মিছিল,আমার মিছিল

    রাখবে কে আমায় রুখে?

একুশে ফেব্রুয়ারি সকালবেলা

খালি পায়ে চলছি আমি

হাজার যুগের বর্ণমেলা

    ছড়িয়ে ছিটিয়ে বাংলাভূমি।



Rate this content
Log in

Similar bengali poem from Action