রঙিন স্বপ্ন
রঙিন স্বপ্ন

1 min

2.5K
তোমার দিকে রঙিন ধুলো দিলেম ছুঁড়ে ,
তুমি বললে " দোহাই তোমার ছাড়ো " ;
বললেম আমি , " রঙের থেকে থাকবে দূরে -
রঙের দিনে এমন কথা তুমি বলতে পারো ? "
তুমি লাজের অজুহাত দিলে আমারে ,
আমি বললেম , " ব্যস্ততা কি কম আমার ?
ফাগে তোমায় রাঙাবো না হতে কি পারে ? "
তুমি বললে , " ভারী আদিক্ষেতা তোমার ! "
আমি পিচকারি রঙে হঠাৎ খেলাম পিছল ,
তুমি দূরে দাঁড়ায়ে হাসিতে পড়ছো লুটায়ে ;
স্বপ্ন হঠাৎ গেলো ভেঙ্গে , থেমে সব কোলাহল ,
আমি ফের অপেক্ষার ঘোড়া দিলাম ছুটায়ে ।