রঙিন ক্যানভাস
রঙিন ক্যানভাস
স্বপ্নেরা ডানা মেলেছে দেখো!
সেই সাদা ক্যানভাসে।
যেখানে যাবে চোখ,
দেখতে পাবে রঙের খেলা।
যার কল্পনার রূপই,
এতো মুগ্ধ করে দেয়!
সে যে বাস্তবকেও
কল্পনায় পরিবর্তন করে দেয়।
সবই রঙের খেলা কিছুটা তুলি,
কিছুটা রং পেন্সিলের ছোঁয়ায়।।
কলমে : অরি ✍️
২৫।১১।২০২২
