STORYMIRROR

Paula Bhowmik

Abstract Fantasy Inspirational

4  

Paula Bhowmik

Abstract Fantasy Inspirational

রঙিন করে দাও

রঙিন করে দাও

1 min
584


কবিতা, তোমায় যে আমি ভালোবাসি জানো তো তা!

তবে তোমায় প্রথম ভালোবেসেছি, শুনে পাঁচালি টা।

স্নানের পর বাবার বলা মন্ত্র "ওঁ জবাকুসুম সংকাশ্যং" 

অথবা " হরে মুরারী মধু.......... " এসব কানে আসে ! 

মায়ের বলা পাঁচালীর কথাগুলো এখনও কানে ভাসে, 

      "দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ। 

       মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস।।"

মন্দ মানে শুধু খারাপ নয়, হতে পারে যে ধীরে, জেনেছিলাম এই কথাটা মা'কে জিজ্ঞেস করে।   

কাউকে ভালোবাসলে উজার করে দিতে ইচ্ছে হয়,

তাই তোমায় দিয়েছি যা ফেলনা নয়, অমূল্য সময়!

কখনও কারো লেখা কবিতা পড়ি, কখনও পাঠ করি,

কখনো হয়তো বা লিখে ফেলি

কোনো এক খাতায়,

একটা লাইন যদি ঘোরে আমার মাথায় !

তখুনি তা লিখে ফেলা চাই, হাতের এই মোবাইলটায়।

কবিতা তোমায় আমিও কিছু রঙ ও দিতে চাই,

তাই তো করি গুগল ভাইয়ের কাছে ছবির বায়নাটাই।

মাঝে মধ্যে কোনও কবিতা পড়ে হয়তো কান্না পায়,

আবার কোনও শান্তির কবিতা এনে দিতে পারে ঘুম।

কবিতা তুমি জড়িয়ে রেখেছো মোরে স্নেহে,

ও কবিতা, তুমি যে সত্যিই অনুপম।

ফুল, পাখি, প্রজাপতি, জোছনা অথবা জোনাকি!

মানুষ, গাছপালা, স্মৃতিমেদুর ঘটনা আর চাই কি ?

কখনও তুমি ইতিহাস কখনও ভুগোল,

কখনো বা অঙ্ক হয়ে জীবনের হিসেবে বাঁধাও গোল।

আবার কখনও খুশী হয়ে মিটমাট করে দাও,

আর কিছু চাই না, শুধু সকলকে ভালোবেসে যাও! 

পারলে পৃথিবীতে শান্তি, আনন্দ ও খুশী ছড়িয়ে দাও।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract