রঙ-তুলির সংসার
রঙ-তুলির সংসার
©️🔒 Restricted
মোর এ রঙ- তুলির সংসার,
যা আদি ও নিরন্তর।।
পাতার ওপর দু -চার আঁচড়
ফুটে উঠবে গাছ- বাড়ি- ঘর।।
নদী তটের কানাই ,
কিংবা প্রণয়িনী রাধা
ধরা পড়বে কালের ছবি
পেরিয়ে সকল বাধা।।
জীবন হবে রামধনু রঙ ;
খানিক স্বপ্ন , খানিকটা ঢঙ্।।
হৃদয় খানি ভরে উঠবে
রঙ মেশানো ধাঁধাঁয়।
মোর এ রঙ- তুলির সংসার
ফিরে আসুক বারবার।।
---------- 🧚♀️Uhini🧚♀️
-----------------------*********---------------------------------
কেমন লাগলো অবশ্যই review section এ জানিও।
ভালো লাগলে অনুসরণ করার অনুরোধ রইল।।
🍁🍁ধন্যবাদ🍁🍁
