ইতিহাস তুমি শুনছো?
ইতিহাস তুমি শুনছো?
আচ্ছা তোমার কখনও ইচ্ছা হয়নি;
আমার কথা শোনার???
কখনো ইচ্ছে হয়নি ;
আমায় আগলে রাখার???
আচ্ছা তুমি কখনো ভেবেছো
আমার কথা!!!
কেনো তুমি চিরটাকাল
শুধুই বৈভবে মজে রইলে???
হরপ্পা যদি তোমার মনে স্থান পেল;
তবে আমি নই কেনো???
আমিও তো তারই মতো
নদীতটেই রয়েছি দাঁড়িয়ে।।
তার মানুষগুলোকে তুমি রাখলে আগলে।
তবে আমায় কেনো রাখলে
অবহেলায়???
চেয়েছিলাম মনের কোনে
থাকতে একটু স্থানে।।
তাও দিলেনা আমায় তুমি ,
নিশ্চিহ্ন আজ আমার ভূমি।।
নদী তটের এই গ্রামটা
টা যে বড়ই অপরিচিত,,
সমাজের এই প্রশস্ত বুকে।
তাইতো সে স্থান পেল না,
তোমার ঐ অমর বুকে।।
ইতিহাস!!!
তুমি শুনছো???
এই অবহেলিত গ্রামটার ডাক!!!
তুমি শুনছো ইতিহাস???
স্বার্থপর তুমি সহ তোমার আশপাশ
শক্তি তুমি কে সাজায়ে রেখে
ক্ষীণ রে করো নাশ।।
----------------*************--------------
----------🧚♀️Uhini🧚♀️
