পাগলিনী, হায়!
পাগলিনী, হায়!
আমি আজও দাঁড়িয়ে
একাকী দরজায়
শুধু তোমার ফিরে দেখার
অপেক্ষায়।
পাঁচ- পাঁচটা বছর আগে
ছেড়ে ছিলে এই ঘর
আর আমার হাত।
পারি দিলে সেই সুদূরে,
কোন এক নাম না জানা দেশ।
একটিবার ঘুরে তাকালেই দেখতে পেতে
আমার বিরহিনীর বেশ।
সবাই বলে সে নাকি
না ফেরার দেশ।
স্বপ্নে তুমি রোজ ধরা দাও,
ছুঁতে চাইলেই অমনি পালাও।
আমার বুঝি কষ্ট হয় না?
লোকে আমায় পাগল বলে,
সাদার বদলে আমি যে
নিজেকে সাজাই গাঢ় লালে।
সিঁথি আমি আজও রাঙাই,
তোমার মঙ্গল কামনায়
উদেশ্য এই একটাই
ফিরে তো তুমি আসবেই,
সেকি আর আমার অজানা?
তাইতো আমি আজও দাড়িয়ে
একাকী এই দরজায়,
শুধু তোমার ফিরে আসার
অপেক্ষায়।।
