স্মৃতির সংলাপ
স্মৃতির সংলাপ
©️🔒 Restricted
কেটেছে দিন,
বেড়েছে বয়স
সময়ের আর হয়নি অবকাশ
সহসা দেখি পিছন ফিরে
পেরিয়েছে বারোমাস।।
এমনি করে কত যে মাস,
পেরিয়েছে অনায়াস
হিসেব তার লেশ মাত্র নেই।।
হঠাৎ আজই টুকরো চিঠি
স্মৃতি হাতড়ে পাই।
মন ফিরে যায় সেই কৈশোরে,
বললে হবে;
হাতে যে আজ উঠে এসেছে
প্রেমপত্রখানি।।
এক পা - দু পা করে
পৌঁছে গেলাম সেই ছেলেবেলায়।।
মাঠের ধারে ডাঙ্গুলি
গায়ে হাতে মাখামাখি হাজার ধুলোবালি।।
কখনো ক্যারাম,
কখনো তাস
সাপের মুখে পড়লেই আবার
নামতে হবে ধপাস।।
ঝগড়া , লড়াই , হইহুল্লোড়,
মাতিয়ে রাখা পাড়ার মোড়।।
অঙ্কে ত্রাস
স্যার এর সাইকেলের
করা হলো অপারেশন;
ওরে বাবা!
ধরা পড়লেই সর্বনাশ।।
এমনি করেই যায় বয়ে দিন,
বয়স ভারে
দেহও খানিক হয়ে পড়েছে ক্ষীণ।।
চোখে বড় আবছা দেখি,
কানেও শুনি কম।
তাইতো আজই
সেরে রাখলাম
স্মৃতির সাথে আলাপন।।
------ 🧚♀️Uhini🧚♀️
-----------------*******-----------------
🍁🍁ধন্যবাদ🍁🍁
