সুখের খোঁজে
সুখের খোঁজে
সুখের খোঁজে এদিক ওদিক ,
বৃথাই ঘোরা দিকবিদিক ।
কোথায় আছে সুখের প্রদেশ ?
কে দেবে মোদের এই সন্দেশ ?
কেমনে সে সুখ বাঁধবো করে ?
বলবি না সে মোদের, তোরা ?
সুখের লাগি পাহাড় গড়ি ,
সম্পদ ই তার ভিত ।
সেথায় তো কই সুখ মেলেনা ,
তাও কেনো হার-জিত ?
মোরা আবার সুখ পিয়াসী ,
দুঃখকে তাই মন্দই বাসি ।
সুখের খোঁজে দিকবিদিক ,
বৃথাই ঘোরা এদিক ওদিক ।
এমনি করে সুখ পাওয়া যায় ?
সুখ যে কেবল লুকিয়ে আছে
দুঃখ-সুখের মেলায় ।।
