রক্তিমা মঞ্জরী
রক্তিমা মঞ্জরী
© দীপশিখা মুদী
গ্রীষ্মের প্রখর দাবদাহে প্রথম দেখেছিলেম তারে,
তুলসীবনের ঠিক পাশে;
প্রস্ফুটনান্তে সে তখন রক্তিমা পরী ...
হ্যাঁ, আমার রশ্মিস্নাতা মঞ্জরী!
আবারও দেখেছি তাকে শীতের মিঠে দুপুরে,
আধো আলো ছায়ায়;
আমি তখন ব্যস্ত গোলাপের সৌন্দর্য অবলোকনে,
চুপি চুপি সে ডেকেছিল আমায়;
নিভৃতে অপরূপ লাবণ্য পরিদর্শনে!
আবারও দেখেছি তাকে ভরা শ্রাবণের মাঝে,
অধোবদনে সে তখন নববধূর ন্যায় আবৃতা;
যেন দিনান্তের আঙিনায় এক টুকরো সবুজাভ শিখা!
শেষবার দেখেছিলাম তাকে ঋতুরাজের আগমনে,
ঋতুরাজ-মঞ্জরী, যেন অভিন্ন হৃদয়!
পাখিদের কলতানে উভয়েই মেতেছিল প্রণয়ের অভিযানে ...
তারপর আর দেখিনি তাকে;
হয়তো সে পাড়ি দিয়েছিল দূরের কোনো দেশে,
কিন্তু সে তো চিরযৌবনা আমার কবিতার শেষে।।

