প্রহেলিকা নাকি মেরুজ্যোতিশিখা
প্রহেলিকা নাকি মেরুজ্যোতিশিখা
© দীপশিখা মুদী
হিমশীতল দেশে ফিরে গিয়ে শেষে
আজি উন্মোচিত;
এ এক নতুন দিক ...
জীবনের যত কালিমা, তাহা গেল মুছে
এক নিমেষেই!
কোথা হতে এসেছি আমি?
নাই কোনো দিক, নাই কোনো চরাচর ....
আছে শুধু মনের অন্তরালে নিবিষ্ট কুহেলিকা!
তবে কেন দেখা দিল সে;
সে কি তবে চিরপরিচিত ঔদাসিন্যের প্রতিরূপ?
নাকি সদা লুক্কায়িত অদম্য ইচ্ছার প্রতিলিপি!
সে তো ধূমকেতু নয়;
তবে কি কেবলই দৃষ্টিভ্রম?
নাকি উষর মরুভূমির স্তব্ধ মরীচিকা!
না! সে তো নিবিড় অন্ধকারে আগত প্রহেলিকা;
আমার সবুজ মেরুজ্যোতিশিখা!
