STORYMIRROR

Deepsikha Mudi

Abstract Others

3  

Deepsikha Mudi

Abstract Others

কবিতার জন্য

কবিতার জন্য

1 min
170


কোথাও না লেখা এক গল্পে স্থান পাক আমার কবিতারা;

ডিসেম্বরের শহরে কোনো এক নির্ভেজাল সন্ধ্যায়,

মস্তিষ্ক যখন ব্যস্ত গণিতের জটিল সূত্রের সমাধানে ...

হয়তো হঠাৎই হাড়হিম করা শীতল সমীরণ ছুঁয়ে যাবে হৃদয়ে;

সঙ্গী কিছু অসম্পূর্ণ কথা! 


আচ্ছা, মনে পড়ে আমার সেই "মনোলীনা"র কথা?

তিলতিল করে গড়েছিলাম যারে;

কিন্তু দেখো, আজ তার স্থান এই ধূলিমলিন খাতা! 


কোথাও না বলা এক গল্পে স্থান পাক আমার কবিতারা,

শ্রাবণের এক বৃষ্টিস্নাত বিকেলে,

আমি যখন ব্যস্ত গাছেদের পরিচর্যায়;

হঠাৎ মনের দরজায় নাড়া দেবে কিছু অলিখিত শব্দ,

নতুন উদ্যমে আবার লিখব কিছু কবিতা .... 


কিন্তু, তারপর?

তারপর! আবার সেই অস্থায়ী-দীর্ঘস্থায়ী বিরতি!



Rate this content
Log in

Similar bengali poem from Abstract