রহস্য
রহস্য
কাজের পৃথিবীতে চরম ব্যস্ততা
হন হন করে সবাই ছুটছে,ছুটছে তো ছুটছে
কারো পিছু ফিরে তাকানোর সময় নেই।
জীবন নিয়ে ব্যস্ত সবাই
তবুও জীবন থেকেই পালাতে চাই।
আবার জীবনের সংগ্রামে ডুব দিয়ে
সবকিছু ভুলে যাই।
চারিপাশে কি তীব্র পোঁড়া গন্ধ!
অতীত পোড়ে, বর্তমান পোড়ে,ভবিষ্যৎ পোড়ে!
স্মৃতি পোড়ে,প্রেম পোড়ে, স্বপ্ন পোড়ে।
পুড়তে পুড়তে হৃদয় যেনো ছাই।
এভাবে পুড়ে পুড়ে প্রতিদিন বেঁচে যাই।
তবু বেঁচে গিয়ে আবার আমার আমিত্ব যায়।
চারিপাশে শুধু কষ্ট আর কষ্ট
কষ্টের নোনাজলে আমরা ভেসে যাই
ইচ্ছেরা মরে যায়, স্বপ্নেরা মরে যায়
স্মৃতিরা মরে যায়,কবিতারা মরে যায়
হাজারো মরে যাওয়ার ভিড়ে
এটাই রহস্য! আমরা বেঁচে যাই।
অতঃপর,আবার আমরাই মরে যাই!
