STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Abstract Others

3  

শিপ্রা চক্রবর্তী

Abstract Others

রাতের রজনীগন্ধা

রাতের রজনীগন্ধা

1 min
212


ঝাড়লন্ঠনের অলোয় আলোকিত জলসাঘরের চারিদিক,

মেঝেতে লাল কারুকার্য

করা কার্পেট বিছানো,

ফুলদানি ভরা গোলাপ,

রজনীগন্ধা,বেলি ফুলের সমাহার,

বাতাস দিকে দিকে মিষ্টি

গন্ধ ছড়াচ্ছে তার,

কৃত্রিম ধোঁয়া উড়ে চলেছে তারই মাঝে,

গমগম করছে ঘর, সবার মন

তখন মেতে উঠেছে প্রেমের খোঁজে ,

হাতে রঙিন পানিয়,

মিষ্টি সুরে বাজছে পিয়ানো,

সবার অপেক্ষা তখন

আমার আগমনের,

আর আমি তখন মনের কষ্টকে

লুকাতে ব‍্যস্ত প্রসাধনীর আবরনে।

আমি রাতের নূর.....,

সবার স্বপ্নে করি বিচরণ,

কিন্তু দিনের উজ্জল রবির আলোয়

উন্মোচিত হয় আমার আসল রূপ,

তখন আর কেউ চেনেনা আমায়!

তখন আমি নষ্টা, কলঙ্কিনি, পতিতা,

রাতে আমার সান্নিধ্য পাওয়ার

জন‍্য বাড়তে থাকে অঙ্কের হিসাব,

রাত ফুরোলেই আমার মুখ

দেখাও যেন পাপ!

কেউ কোনদিন জানতে চায়না

আমার মন ঠিকানার সঠিক হদিশ,

আমি শুধু রাতের রাজপ্রাসাদে

সুন্দর করে সাজিয়ে রাখা শো পিস।

রাতের মোহময়ী পরিবেশে

বাড়ে আমার কদর,

আমি রাতের রজনীগন্ধা.....,

আমি ছড়াই ব‍্যার্থ প্রেমিক হৃদয়ে

সুগন্ধী প্রেমের আতর।




Rate this content
Log in

Similar bengali poem from Abstract