STORYMIRROR

Avishek Satpathi

Abstract

2  

Avishek Satpathi

Abstract

রাঙামাটি

রাঙামাটি

1 min
3.9K


এইখানে পোড়ামাটির চিরচেনা কোনো লোকায়ত মন্দির,

ধূ ধূ করে শুধু পোড়া নদী, তাল, খেজুর কিংবা পলাশ।

তামাটে হয়ে যাওয়া প্রাচীন মুদ্রা। কাসাঁই শিলাই ভেঙে ঝুঁকে দেখি জলকন্যা।

দ্বারকেশ্বর অড়কষা হয়ে কোনো এক পাথর খাদান,

সারি সারি মহুয়ার ভীড়ে বাউলের মতো ফিরে গেছে আনাড়ি প্রাচীন।


বাঁশের কাঠামোয় খড়চাপা দিয়ে কাঁথলেপা,

বড়্ আর ধানের মরাই, রামকিঙ্কর শিখে গেছে মর্ম কথা। রোদ্রে পুড়েছে কতকাল,

দগ্ধ হয়েছে মন,মাটি শুকিয়ে গড়েছে পুতুল। রং খড়ি গেরিমাটি,

ভুসো সিঁদুর নীল বড়ি বেলের আঠা হরিতাল।

রাঙা বউ বউ রাস্তা, শরবন কাশ, ছেলে কোলে হাঁটছে কোনো শ‍্যামলী সাঁওতাল।


ধূলোয় ধূলোয় তুলির টান রেখে গেছে যামিনী রায়। ডোকরা কিংবা দশাবতার ।

মাছের ভিজে পাখনায় খেলে রামধনু ,বন‍্য পাহাড় শুনে জল কান্না। মরচে রঙের পুরাণ পেলব শাদ্বল ,

বাবলা চেনায় আকাশ চালকুমড়োর লতায় পাতায়।

ছোটো ছোটো ধরা পুঁটি, আটচালা,ঘূণধরা ঢেঁকি, প্রতিপদে সরে সরে যায় রাঙামাটি।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract