STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Abstract Others

3  

শিপ্রা চক্রবর্তী

Abstract Others

রাজপথ

রাজপথ

1 min
162


দীর্ঘ এই রাজ পথ চলে এঁকে বেঁকে,

ভোর থেকে শুরু হয় ব‍্যাস্ততায় ভরা

যাতায়াত তার বুকে|

কত মহান মানুষের পদধূলিতে

রাস্তা হয়ে ওঠে ধন‍্য,

আবার কত মানুষের হিংসার আগুনে

রাস্তার কালো রঙ হয়ে ওঠে রক্তবর্ন|

যত দিন হয় শেষ!

আসতে শুরু করে অন্ধকারময়

রাতের রেশ|

ততই কাঁপতে থাকে রাস্তার বুক!

এই বুঝি নিজের চোখ দিয়ে দেখতে 

হবে এক নারীর দেহকে ছিন্নভিন্ন 

করে চলেছে কিছু মানুষ রূপী হায়না!

পেতে শরীরের সুখ|

সে যে রাজপথ! 

বালি, পাথরের ওপর পিচের চাদরের

আস্তরনে মোড়া এক দেহ,

যার উপস্থিতি অনুভব করলেও,

সে যে জীবিত নয় মৃত|

তাই সব কিছু দেখেও হয়না

মর্মভেদী চিৎকার করে প্রতিবাদ করা!

এইভাবেই চলতে থাকতে রাস্তার 

ওপর দিয়ে ভাঙ্গা গড়া|

মুখ থাকতেও সে বধির, 

মন থাকতেও সে কঠিন পাথর, 

চোখ থাকতেও সে অন্ধ,

সে যে শুধুই রাজপথ! 

ভালো মন্দের সাক্ষী বহন

করে চলার মধ্যেই বেঁচে আছে

তার অস্তিত্বের আসল ছন্দ|



Rate this content
Log in

Similar bengali poem from Abstract