রাই ভুলে গেছে
রাই ভুলে গেছে
রাই ভুলে যেতে চেয়েছে;
তাই কানহা, আর তার ভাবনায় দেয় না ধরা ।
রাই আজ সব ভুলে গেছে;
ভুলে গেছে....কদমতলা কুঞ্জবন যমুনার তীর;
ভুলেছে প্রথম দেখার দিন,
প্রথম বসন্তের রং........
সে এক বসন্ত ছিল!
আজ তার সব রং ফিকে,
কেবল'ই ধূসর.....
আর, কানহার সেই আড়বাঁশীর সুর?
ও এখন বড় বিড়ম্বনা!
পরানে বড় জ্বালা ধরে....
সকলই মিথ্যে! মিথ্যে...
সকলই প্রবঞ্চনা।
রাই আজ সব ভুলে গেছে।
ইচ্ছে করে;
ইচ্ছে করেই ভুলে আছে;
পাছে কানহা তার ভাবনায় বাসা বাঁধে!
তাই,সব ভুলে আছে; আজ সে পরবাসী রাধা।
তাই, রাই ভুলে গেছে!

