হাফ বেলা
হাফ বেলা
1 min
227
সোম থেকে শুক্র দিনগুলিতে জ্বালা,
শনিবার আসবে কবে হবে হাফ বেলা!
সকাল থেকে সন্ধ্যে অঙ্ক নিয়ে বসে,
মন লাগে না আর যে অন্য বিষয় শেষে।
তাইতো বলি মাগো, এবার ছুটি চাই
পড়াশুনা অনেক হলো স্কুলের পথে যাই।
আমি যখন ফিরি ঘরে
পাখিরা সব ফেরে নীড়ে;
আঁধার নামে দিনের শেষে
দুচোখ ভোরে ঘুম যে আসে।
রাতের শয়নে করুণ নয়নে বই পানে চাই;
স্বপ্নে ভাবি এই বুঝি এলো
শনিবারের হাফবেলা'টাই!
হঠাৎ পাশ ফিরি,
দেখি একটা ছোট্ট ভোরের পাখি,
আমার জানলার ধারে বসে করছে ডাকাডাকি।
