STORYMIRROR

sumana ghosh মনফড়িং

Children

3  

sumana ghosh মনফড়িং

Children

নিরুদ্দেশ

নিরুদ্দেশ

1 min
420

      


দিন ফুরায়ে সন্ধ্যে নামতো

মেঠো দুপথ ধরে;

চোখ জুড়ায়ে ঘুম নামতো

সন্ধ্যেপ্রদীপ জ্বেলে।

পড়তে পড়তে ঢুলতাম আমি

না জানি কত বার!

মা এসে যে দাঁড়িয়ে আছে,

লক্ষ্য নেই আমার!

হঠাৎ, এসে চিৎকার দিয়ে উঠে;

বলতো যে মা,

আজ ঘুমো দেখি, ভাঙবো লাঠি পিঠে!

হঠাৎ দেখি ঘুমটি আমার

কোথায় গেছে উড়ে!

ঢুলতে ঢুলতে আবার পড়ি

মা গেল যেই চলে।

চোখটি মুছে বইটি নিয়ে মুখটি বুজে পড়ি,

অং-বং-চং-ব্যাঙের মাথা

না জানি কী বলি।


তখন আমি ঘুমের দেশে

ঘুরছি কেমন পরীবেশে; 

না যাওয়া সেই বিলের ধার 

এক নিমেষে হচ্ছি পার।

ওই যে আছে তালের সারি

ওদের মাঝেই কাশের বাড়ি।

দেখছো আমি উড়ছি বেশ,

আজকে হবই নিরুদ্দেশ।


                         

                           


Rate this content
Log in

Similar bengali poem from Children