অশনি সংকেত
অশনি সংকেত
এক ফালি চাঁদ নিয়েছে ছুটি
বাদলবেলার দিনে;
তারারা আজ হারিয়ে গেছে
মেঘ রাজাদের বনে।
শান্ত বাতাস বইছে না আর,
থমথমে পরিবেশ।
অবনী যেন বুঝিয়ে দিচ্ছে,
অশনি-সংকেত!
বসে আছে আজ হরিৎক্ষেত্র
বৃষ্টির অপেক্ষায়;
ঝিমিয়ে যাচ্ছে বকুল'টাও যে জলের প্রতীক্ষায়!
কৃষকেরাও আজ বসে আছে,
মলিন বদনে,
দিন-রাত্রি চোখদুটো তার
নতুন স্বপ্ন বোনে।
রাত নিঝুম.
নাহি আসে ঘুম;
কেবল প্রতীক্ষা!
এই বুঝি শেষ হয়, সকল অপেক্ষা।
হঠাৎ বজ্রপাত
ক্ষণিকের তরে,
ঘুচে গেল মিশমিশে কালো রাত...
বজ্রের বুক চিড়ে, ঝরিছে মুক্তা হীরে;
তপ্ত বিশ্ব হচ্ছে সিক্ত;
শীতল ধরাতল।
দেখ চেয়ে পুবকোণে,
নব ঊষা উঠিছে গগনে;
কেটে গেছে সব দোলাচল।
