পশু প্রীতি
পশু প্রীতি
পশু প্রীতি
মানিক চন্দ্র গোস্বামী
আমাদের তোরা ঘৃনাই করিস
ঠকাস প্রতি পদে ,
যৎসামান্য খাবার দেখিয়ে
বাড়িয়ে তুলিস ক্ষিদে।
বিস্কুটে কি পেট ভরে আর
তবু হৃদয় আছে বলে,
দু চার জনে টুকরো কিছু
খাবার দিচ্ছে ফেলে।
মহানন্দে চোখ বুজে বড়
আরাম করে খাই,
অন্যের সাথে ভাগাভাগিতে
যেটুকু টুকরো পাই।
মাছ মাংসের সার অংশ
সবটুকু চেটে পুটে,
আমাদের তরে রাখিস তোরা
কাঁটা, হাড়ের ছিটে।
কত কষ্টে কামড়ে, ভেঙে
পেটের জ্বালা জুড়োই,
দিতে চাষ না একমুঠো ভাত,
ক্ষুধা নিবারণ নাই।
রাতের বেলা পাহারার দায়
আমাদের ঘাড়ে ফেলে,
ঘরের কোণে আরামে ঘুমোস
চিন্তা রাখিস তুলে।
সারারাত খোলা আকাশের নিচে
ঝড়, বৃষ্টি, জলে,
নজর রাখি ছিঁচকে কোনো
ফাঁকে না যায় গলে।
আধপেটা খেয়ে ভরসা জাগাই
তোদের মনের মাঝে,
কুকুর বলে জাতের নামে
বদনাম যাক ঘুঁচে।
বিশ্বাস রাখি পশু প্রেমী কত
ঘোচাবে মোদের কষ্ট,
বাড়তি খাবার আমাদের দেবে
জীবে দয়া হবে স্পষ্ট।
