প্রযুক্তির হাতছানি
প্রযুক্তির হাতছানি
প্রযুক্তি ছাড়া আজ আমরা
বড় অসহায়,
গোটা দুনিয়াকে করতে পেরেছি
প্রযুক্তির সাহায্যে কব্জায়।
প্রযুক্তি সবকিছু এনেছে আমাদের
হাতের মুঠোয়,
রাত থেকে দিন এবং দিন থেকে রাত
আমরা যেন বাঁধা পড়েছি প্রযুক্তির সূতোয়।
মন আজ হারিয়ে গেছে প্রযুক্তির
গোলোকধাঁধায়,
তাই সাহায্যের হাত না বাড়িয়ে
সমালোচনার তীক্ষ্ণ তীর চালাই।
আপনজনেদের সঙ্গে হাসি,ঠাট্টায়
বসেনা আর চায়ের আসর!
পাড়ার মোড়ের চায়ের দোকান ,
ক্লাব ঘর, খেলার মাঠ সবা কিছু
কে যেন গ্রাস করেছে শূন্যতার
মোটা চাদর।
ভালোবাসা, স্নেহ, আজ হারিয়ে
গেছে প্রযুক্তির ভীড়ে,
তাই দিকে দিকে বৃদ্ধাশ্রম উঠছে গড়ে।
হারিয়ে গেছে খুশিতে আনন্দে
ভরা উজ্জল দিন,
প্রযুক্তির কাছে মাথা নত করে
আজ আমরা হয়েছি পরাধীন
