প্রতিক্ষণ
প্রতিক্ষণ
এই গতিহীন বাতাসে তোমার নামই এ মন শুনেছে,
বর্ষার ভিজে বৃষ্টিতে তোমাকেই সে খুঁজেছে।
কখনও সে আনমনে তোমার গল্প করেছে,
হাজার লোকের ভিড়ে শুধু তোমাকেই সে দেখেছে।
অল্প কিছুক্ষণ ,আমার সাজানো এ মন,
এলোমেলো হয়ে যায় সামনে তুমি যখন।
অযথা লেখা সব প্রেমের কবিতায়,
এ মন শুধু তোমাকেই খুঁজে পায়।
আমার ডায়েরির সব পাতা জুড়ে,
তোমার নামটি লেখা গোপন কালির অক্ষরে।
স্বপ্নে সারাক্ষণ আমার পাগল এ মন
তোমায় আঁকতে সে খোঁজে না কারণ।
মনের ভেতর সব গল্পগুলো হায় তোমাকেই পেতে চায়,
হাজার রঙের রংবাতি তোমায় একটু ছুঁতে চায়।
মনের গভীরে তোমার ছবিই আঁকি, সামনে রঙিন ক্যানভাস,
তোমায় খুঁজে যায় এ মন সারাটা বারোমাস।
প্রতিটা ক্ষণ আমার অবুঝ এ মন,
তোমায় দেখার চেষ্টা সে করে না বারণ।

