প্রথম মা হওয়া
প্রথম মা হওয়া


দশমাস দশদিন গর্ভে ধরে,
আশা-আকাঙ্ক্ষায় দুলে,
এলি মায়ের কোলে।
তোর মুখ দেখে,
খুশি হলাম আমি
গেলাম যন্ত্রণা ভুলে।
এ যে কি সুখ
বলবো কেমন করে?
জানানোর নেই ভাষা।
নারী জনম সার্থক হোল
তোর মুখে মা ডাক শুনে।
দশমাস দশদিন গর্ভে ধরে,
আশা-আকাঙ্ক্ষায় দুলে,
এলি মায়ের কোলে।
তোর মুখ দেখে,
খুশি হলাম আমি
গেলাম যন্ত্রণা ভুলে।
এ যে কি সুখ
বলবো কেমন করে?
জানানোর নেই ভাষা।
নারী জনম সার্থক হোল
তোর মুখে মা ডাক শুনে।