STORYMIRROR

নন্দা মুখার্জী

Fantasy

1  

নন্দা মুখার্জী

Fantasy

ভালোভাবে বাঁচো

ভালোভাবে বাঁচো

1 min
461


জীবনের হিসাব মেলেনি আর 

সবকিছু ভুলে ভরা, 

প্রেমপ্রীতি,ভালোবাসা 

যত আছে মায়া মমতা, 

বাস্তবে সবই সার্থের নেশা। 

পৃথিবীর কেউ ভালোভাবে বাঁচেনা 

বাঁচার তাগিদে বাঁচা, 

মনের কোণের যত অভিমান 

দিয়ে সব বিসর্জন, 

এভাবেই বাঁচো যে কটাদিন আছো 

জীবনমৃত হয়ে থেকোনা আর। 


Rate this content
Log in