ভালোভাবে বাঁচো
ভালোভাবে বাঁচো

1 min

461
জীবনের হিসাব মেলেনি আর
সবকিছু ভুলে ভরা,
প্রেমপ্রীতি,ভালোবাসা
যত আছে মায়া মমতা,
বাস্তবে সবই সার্থের নেশা।
পৃথিবীর কেউ ভালোভাবে বাঁচেনা
বাঁচার তাগিদে বাঁচা,
মনের কোণের যত অভিমান
দিয়ে সব বিসর্জন,
এভাবেই বাঁচো যে কটাদিন আছো
জীবনমৃত হয়ে থেকোনা আর।