বিজ্ঞান কি শুধুই দিলো
বিজ্ঞান কি শুধুই দিলো


চিঠি লেখার অভ্যাসটা ,
মুঠো ফোনের দৌলতে -
আজ একদম হারিয়ে গেছে !
চিঠিতে ভাবের আদানপ্রদান করা যেত -
ফোনের কথাগুলি বড্ড মেকি মনে হয় !
অনেক সময় ফোনে বলা অনেক কথা -
অনেকেই "ভুল শুনেছো"-বলে অস্বীকার করে !
অনর্গল ফোনে কথা বলার ফলে -
কিছু অস্পষ্ট বা বলেও 'বলিনি' বলার -
একটা প্রবণতা মানুষের মধ্যে কাজ করে থাকে
ফোনের কথাগুলি যতই দীর্ঘায়িত হোকনা কেন ,
কেমন যেন মনেহয় -
খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেলো !
আর চিঠির ভাষাগুলি, ভাললাগার জায়গাগুলি -
বারবার পড়া যেত ;
একটা অদ্ভুত অনুভূতি মনকে নাড়িয়ে দিত ।
একটা কথা সুন্দরভাবে বলতে গেলে ,
একটু ভেবে সময় নিয়ে বললে ,
মানুষের সেটা হৃদয়কে স্পর্শ করে ,
তাই চিঠিগুলো পড়তেও ভালো লাগত ।
ফোনে হুট্পাট বলে ফেলায় ,অনেক সময় -
মানুষ আঘাতও পায় ।
বিজ্ঞান আমাদের অনেককিছু যেমন দিয়েছে ,
আবার অনেককিছু কেড়েও নিয়েছে ।