বাঁচার রসদ
বাঁচার রসদ




সারা দিনের কাজের শেষে -
লিখি কিছু, রাতে বসে -
মধ্যরাতে ঘুম থেকে জেগে-
স্বামী গেলেন রেগে ,
বললেন হেঁকে," সারাদিনের এত ধকল
এখনো আছ ডুবে লেখায়
সকাল সকাল উঠতে হবে ,
আছে কি তোমার খেয়াল ?
এতগুলি মানুষ আছি বেঁচে তোমার সেবাতে,
'তোমার কিছু হলে পরে কে দেখবে আমাদেরকে "-আমি শুনে হাসি নয়নের জল মুছি ,
শান্ত সুরে বুঝালাম তারে -
"ওগো, লেখায় আমার বাঁচার ওষুধ ,
বন্ধ কোরলে হবে- আমার অসুখ ,
লিখতে যখন বসি আমি ,
ক্লান্তি আমার যায় চলে -
সারাদিনের এত ঝক্কি -
সব আমি যাই ভুলে -
লিখতে আমায় দাও শুধু ,-
এটাই আমি চাই -
দিলাম কথা-কোথাও যাবনা -
তোমাদেরকে একা ফেলে ।