Find your balance with The Structure of Peace & grab 30% off on first 50 orders!!
Find your balance with The Structure of Peace & grab 30% off on first 50 orders!!

নন্দা মুখার্জী

Abstract

2  

নন্দা মুখার্জী

Abstract

হয়না ধূসর

হয়না ধূসর

1 min
535


স্মৃতির খাতায় ময়লা জমলেও 

অক্ষরগুলো থাকে স্পষ্ট। 

চলার পথে অনেক ঘটনা 

মনে ফেলে সারা, 

অবসর সময়ে সেগুলি নিয়েই 

আমরা করি নাড়াচাড়া। 

কিশোরীবেলার প্রথম ছোঁয়া

আজও মনে জাগে শিহরণ, 

জেগে আছে সেই ভালোবাসা 

ঢেকে রেখেছি দিয়ে আবরণ। 

ছাদনাতলায় অচেনা পুরুষ

মনেহয় কত যুগের চেনা, 

প্রথম দেখায় জিতে নেয় মন

হৃদয়েই হয় হৃদয় বেচাকেনা। 

শিশুর মুখে মা ডাক শোনা 

সেও এক অপূর্ব অনুভূতি, 

কাছের মানুষ চলে গেলে পরে 

ফেরেনা আর কোনদিন,  

বিধাতার দরবারে করি যত নালিশ 

যতই করিনা আকুতি। 

স্মরণীয় মুহূর্তের হিসাব দেওয়া 

বড়ই কঠিন কাজ, 

জীবনের প্রতি পলে পলে আছে 

স্মরণীয় দিনের সাজ।


Rate this content
Log in

More bengali poem from নন্দা মুখার্জী

Similar bengali poem from Abstract