হয়না ধূসর
হয়না ধূসর


স্মৃতির খাতায় ময়লা জমলেও
অক্ষরগুলো থাকে স্পষ্ট।
চলার পথে অনেক ঘটনা
মনে ফেলে সারা,
অবসর সময়ে সেগুলি নিয়েই
আমরা করি নাড়াচাড়া।
কিশোরীবেলার প্রথম ছোঁয়া
আজও মনে জাগে শিহরণ,
জেগে আছে সেই ভালোবাসা
ঢেকে রেখেছি দিয়ে আবরণ।
ছাদনাতলায় অচেনা পুরুষ
মনেহয় কত যুগের চেনা,
প্রথম দেখায় জিতে নেয় মন
হৃদয়েই হয় হৃদয় বেচাকেনা।
শিশুর মুখে মা ডাক শোনা
সেও এক অপূর্ব অনুভূতি,
কাছের মানুষ চলে গেলে পরে
ফেরেনা আর কোনদিন,
বিধাতার দরবারে করি যত নালিশ
যতই করিনা আকুতি।
স্মরণীয় মুহূর্তের হিসাব দেওয়া
বড়ই কঠিন কাজ,
জীবনের প্রতি পলে পলে আছে
স্মরণীয় দিনের সাজ।