প্রথম কর্মস্থল
প্রথম কর্মস্থল


শিক্ষার আলোয় আলোকিত মন,
কারিগরি শিক্ষায় শিক্ষিত ছেলেটি,
অসংখ্য সংখ্যাতত্ত্বের মাঝে রঙিন স্বপ্ন!
বাস্তবের ক্যানভাসে জীবনচিত্র আঁকা,
নিজেকে সুরক্ষার কবচে প্রতিষ্ঠিত দেখার অনুরণন।
ক্যাম্পাসিং থেকে মাল্টিন্যাশনাল কোম্পানিতে জীবনযাত্রা শুরু -
শিক্ষার অঙ্গন ছেড়ে কর্মক্ষেত্রের ঠিকানায় আশ্রয়,
নিশ্চিন্তের উজানে ভাসিয়ে দেওয়ার অঙ্গীকার,
কিন্তু প্রথম অভিজ্ঞতায় ছিল না সুখানুভব,
যোগের রাজ্যে বিয়োগফলের সমষ্টিকরণ,
নিগূঢ় কালো ইতিহাস সময়ের ফাঁদে;
কর্মোদ্যম যুবকের সম্মুখে লাল সিগন্যাল!
কারণটা মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার বৈপরীত্য,
পরিবেশের ভারসাম্য রক্ষায় বেমানান অতিথি,
অবশেষে শূন্যতার দীর্ঘশ্বাস, ইস্তফার শর্তে হাঁফ ছেড়ে বাঁচা;
নিরাপত্তার স্বার্থে আবার নতুন অবলম্বন খোঁজা।