প্রশ্নটা কি?
প্রশ্নটা কি?
যেই প্রশ্নের খোঁজে,
থেকেছি উদ্ভ্রান্ত চিরকাল,
ঘুরেছি পথে-পথে ক্লান্তহীন -
সেই প্রশ্নের ঝাঁক,
হঠাৎ দেখি সাদা বকের চোখে -
বাঁকা শূন্যের ভেতর!
শান্ত বক থেমেছিল,
উড়ছিলোনা তখন;
অজস্র আঁকাবাঁকা চিত্র!
অসহায় ক্ষুধা, অথবা তৃষ্ণা -
চাহনিতে তার!
বাঁকা রেখা, বকের চোখে;
প্রশ্নের দাগ; একঝাঁক -
কিন্ত, প্রশ্ন কিসের?
কার জন্যে?
