পরম চেতনা
পরম চেতনা


কাল-প্রবাহ শুরুর আগের
মহান সে অস্তিত্ব,
জীবনের মত স্পন্দনশীল
মৃত্যুর মত নিত্য৷
সকল প্রকার শক্তিসমূহ
সকল কিছুর ভর,
যা কিছু শূন্য যা কিছু সাকার —
সব নিয়ে তার ঘর৷
আদিমতম অন্তহীনতা
সর্বত আছে ভেসে,
খন্ড-শক্তি বিচরণ শেষে
সেখানেই গিয়ে মেশে৷
বর্ণনাতীত বর্ণচ্ছটা,
অথচ বর্ণহীন!
আঁধার ভরা রাত্রিও সে,
সে-ই উজ্জ্বল দিন৷
জগত-জোড়া কর্মকান্ডে
মহান বৈপরীত্য,
সৃষ্টি-বিনাশ আবর্ত ঘিরে
তার-ই প্রকাশ নিত্য৷
মহাজাগতিক সুর মিশেছে
পঞ্চভূতে এসে,
পরম-চেতন প্রকাশ পেল
ক্ষুদ্র সাকার বেশে৷
নির্ধারিত পরিক্রমার
সময় হলে শেষ,
ক্ষুদ্র-চেতন মুক্ত হবে,
ফেলে রেখে তার বেশ;
যুক্ত হবে ফিরে গিয়ে
পরম-চেতন সনে,
নিজ নীড় সে খুঁজে পাবে
সেই মাহেন্দ্র ক্ষণে৷
অবিচ্ছিন্ন সে মহাচেতন
নেই শুরু নেই শেষ,
প্রলয়ের নামে ধ্বংস করে সে
গরল-উদ্গারী দ্বেষ৷
ক্ষুদ্র অহং ত্যাগ করে তাই
ক্ষুদ্র-চেতন শেষে,
অতলান্ত অনন্তব্যপী
পরম-চেতনে মেশে৷