STORYMIRROR

Prosenjit Chattterji

Abstract

4  

Prosenjit Chattterji

Abstract

অবসর

অবসর

1 min
2.2K

এখনো একটুও নেই পরিশ্রমের ক্লান্তি,

তবুও নীরব বিদায় জুড়োই আমার অন্তর।

হৃদয় অনুভব করি এক নিশ্চল প্রশান্তি,

অবসরে ভালো লাগে নিজের একলা ঘর।


প্রতিযোগিতার উন্নতিকে আজ দিয়েছি ছুটি,

তাই কর্মভার সঁপেছি খুশি মনে সহকর্মীকে।

আজ কি সহজ হলো আমার জোড়া ভ্রুকুটি,

সহকারিরা অবশেষে দেখলো সহমর্মীকে।


আমি আমার রেখে গেলাম কাজ অসমাপ্ত,

অসমাপ্ত রেখেও তবু হয়ে যায় কাজ সারা।

সময় থাকতে আমরা তাই হই অবসরপ্রাপ্ত,

আমাদের সকলেরই কাজের এমনতর ধারা।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract