প্রিয় ছেলেবেলা
প্রিয় ছেলেবেলা


সুন্দর ছিলো সেই দিনগুলো, ছেলেবেলার ওই গল্পে,
ছোট্ট মনের চাহিদাগুলো পূরণ হতো অল্পে।
একটু আদর, একটুকু রাগ, কখনো বকা, কখনো সোহাগ,
ঘুমপাড়ানি গল্প বা গান, সুযোগ পেলে বৃষ্টিতে স্নান,
লুকিয়ে খাওয়া লাড্ডু, আচার, পকেটে ভরে বাগানে পাচার,
সবাই মিলে গাছের তলে, রাজা রানীর গল্প হাজার।
লুকোচুরি আর কুমিরডাঙা,খেলতে গিয়ে কাঁচটা ভাঙা,
ধানের ক্ষেতে, নদীর পাড়ে, ডুবতে দেখা সূর্য্য রাঙা।
ঠাকুমা দিদার আঁচল ধরে, গল্প শোনার বায়না করে,
সবাই মিলে জমিয়ে বসা, শিকেয় তুলে অঙ্ক কষা,
মুড়ি চানাচুর আর দানাদার, সন্ধ্যে বেলার শ্রেষ্ঠ খাবার,
তার উপরে কারেন্ট গেলে, উল্লসিত চিত্ত সবার।
মামদো ভুতের কাণ্ডখানা, সাঁকচুন্নির দুষ্টু ছানা,
দুরুদুরু বুক, ছমছমে গা, থামেনা তবু গল্প শোনা।
রাতের পাতে আলুভাতে ঘি, ডিমভাজা, আর লাগবেটা কী?
সবাই মিলে জমিয়ে খাওয়া, দলবেঁধে ফের ঘুমাতে যাওয়া,
চাঁদের বুড়ি, রাতের পরী, স্বপ্নে হাজার স্বপ্ন পাওয়া।
সেদিনগুলো ফিরবেনা আর, অতীত হয়েছে শৈশব
স্মৃতির পাতায় থাকুক বেঁচে, সেই পুরাতন অনুভব।