প্রিয় বন্ধু
প্রিয় বন্ধু


জানি না তুই আছিস কোথায়,কোন সুদূর মেঘের দেশে,
জানিস আজো স্মৃতিরা তোর হাতছানি দেয় একলা দিনের বেলা শেষে?
মনে কি পড়ে তোর সেই স্কুল পালানোর গল্পগুলো,
স্মৃতিরা সতত রঙিন তাদের,জমবে না তো কভু ধুলো।
বন্ধুত্বটা থাকবে বেঁঁচে স্যারের নোট আর স্কুলের খাতায়,
কিংবা টিফিন ব্রেক এর আনন্দেতে আলুকাবলির শালপাতায়,
জানিনা তুই কোন ভুলেতে ছেড়ে গেলি সব শূন্য করে,
তবুও যে তুই থাকবি সদাই বুকের ভিতর আলোয় ভরে।