প্রিয় ব্রহ্মপুত্র
প্রিয় ব্রহ্মপুত্র
প্রিয় ব্রহ্মপুত্র
সেদিন দাঁড়িয়ে দেখছিলাম
হে ব্রহ্মপুত্র! তোমার বিশালতা
তোমার বুকে দাঁড়িয়ে "উমানন্দ" স্বমহিমায়
আমি দেখছিলাম তোমার অপার মহিমা
চরে থাকা ডিঙি গুলোর একটাতে বসে দেখছিলাম
রবি ঠাকুর পশ্চিম দিগন্তে একটু করে সরে যেতে যেতে
কিভাবে আগুনরাঙা আবিরে তোমায় রাঙিয়ে দিলে।
উফ্! সেই সৌন্দর্য কি ভাষায় প্রকাশ করা যায়?
তোমার ঢেউ গুলো তালে তালে উঠতে লাগল দুলে ফুলে
কি অপরূপ শোভা তার- যে নাচন দেখালে।
বেখেয়ালে কখন যে বৈঠায় জল কাটতে লাগলুম
একদম বেমালুম।
ডিঙি এগিয়ে চলে সম্মুখ পানে
একসময় ভাটিয়ালি ধরলুম--
"ঢেউয়ের তালে তুই আমারে
কোন সুদূরে নিয়ে যাস
পাড়ে নিয়ে যেতে আবার ভুলে যেন না যাস ।
ভালোবাসার ব্রহ্মপুত্র
তুই আমারে মনে রাখিস বুকে রাখিস
পারবোনারে ভুলতে তোরে
জীবনে মরনে তুই থাকবি অন্তরে।
ঢেউয়ের তালে তুই আমারে কোন সুদূরে নিয়ে যাস
পারে নিয়ে যেতে আবার ভুলে যেন না যাস।
সহসা ঘোর কাটতেই দেখি অন্ধকার ঘনিয়ে
অদুর পাহাড়ের ফাঁকে বাল্ব জ্বলছে মিটিমিটি
আকাশের তারা অবিকল
তারি প্রতিবিম্ব তোমার প্রশস্ত বক্ষ জুড়ে
উঠানামা করছে আহা কি অপরূপ
হারিয়ে যাচ্ছি ক্রমশ;
তোমার সৌন্দর্যে বিমোহিত
তুমি কি শুনতে পাচ্ছ আমার হৃৎস্পন্দন ?
তোমার সাথে মিশে যাচ্ছি ঠিক তখনই রিংটোন বেজে উঠলো
"বনের পাখিরা ফিরিল কুলায় তুই কোথা হায়"
সম্বিৎ ফিরে তড়িঘড়ি পা বাড়ালাম বাড়ির পথে
তোমার দেওয়া এক বুক প্রেম নিয়ে।
