প্রেমিকার শীহরণ
প্রেমিকার শীহরণ


আমি প্রেমিকার হৃদয়ে পরশ দেবো,
যেন কোনো নতুন ভোরের স্নিগ্ধ বাতাস।
তোমার ঠোঁট যেন সবে ফোঁটা নরম পদ্ম,
যার প্রতিটি পাপড়ি ছুঁয়ে দেয় আমার বিশ্বাস।
উষ্ণ আলিঙ্গনে মিশে যাবো দু'জন,
কামনার গভীরে হবে নীরব আলাপন।
তোমার নিশ্বাসের ঢেউ আমার শরীরে,
জাগাবে শিহরণ, মধুর কম্পন।
স্পর্শের মাধুর্যে ভরে দেবো তোমার অঙ্গ,
প্রেমের রঙে রাঙাবো প্রতিটি মুহূর্ত।
তোমার চোখের গভীরে দেখবো অনন্ত আকাশ,
যেখানে লুকানো আমার সকল অনুভূতি।
এই মিলন যেন এক পবিত্র বন্ধন,
আত্মার সাথে আত্মার নিবিড় আলিঙ্গন।
তোমার নরম ঠোঁটের স্পর্শ অমৃতের মতো,
যা পান করে জুড়াবে আমার জীবন।।