প্রেমিকা
প্রেমিকা
আমার প্রিয়, তুমি আমার জীবনের আলো, তোমার সাথে আমি আশা করি হতে পারি সব সময় সুখের মেলা। তোমার হাসি, তোমার কাছে থাকতে আমি পেতে চাই, তোমার সাথে আমার প্রেম আমাকে সব কিছু দান করে দিতে চাই। তোমার চোখে পড়ে আমি হারি আমার সব অশেষ ক্ষণে, আমার প্রিয়, তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান রত্ন। তুমি যেখানে থাকো, তোমার সাথে থাকতে চাই আমি, তোমার সাথে হওয়া আমার স্বপ্ন, আমার বেশী কিছু না চাই আর কোন সময় তোমায় হারতে চাই না।

