STORYMIRROR

অনিরুদ্ধ রনি

Romance

3  

অনিরুদ্ধ রনি

Romance

প্রেমের সংজ্ঞা দেবো

প্রেমের সংজ্ঞা দেবো

1 min
3

প্রেমের সংজ্ঞা  কি?

তোমার এমন প্রশ্নের উত্তর

কখনও দিতে পারি নি;

তবে তুমি দূরে চলে গেলে

তোমাকে কাছে পাবার আমার হৃদয়ের যে ব্যকুলতা।

তোমার কোমল হাত দুটোর স্পর্শ পাবার

আমার হৃদয়ের যে আকাঙ্ক্ষা।

তোমাকে প্রবল আবেগে

বাহুতে জড়ানোর আমার হৃদয়ের যে অভিলাষ।

শীতের সকালের কুয়াশাচ্ছন্ন ঘাস

তোমার ললিত চরণতলে মাড়িয়ে যাওয়া,

স্বচক্ষে দেখার আমার হৃদয়ের যে লালিত বাসনা।

তোমার ললাটে আমার ওষ্ঠদ্বয় দ্বারা চুম্বনের

আমার হৃদয়ের চিরকালের যে তৃষ্ণা।

স্বর্গীয় আবেশে হৃদয় জুড়াতে পারা

তোমার ঐ দুটো চোখের নেশায়,

মত্ত হওয়ার আমার হৃদয়ের যে কামনা।

আমার হৃদয়ে সৃষ্টি করেছে এক গভীর সমুদ্র।

যেখানে আমি আমার সর্বস্ব নিয়ে,

ক্রমশই তলিয়ে যাচ্ছি সমুদ্রের অতলে।

এই যে আমার তলিয়ে যাওয়া

সর্বস্ব হারিয়ে সর্বশান্ত হয়ে যাওয়া

এতকিছুর পরও কি তোমার

প্রেমের সংজ্ঞা চাই?


Rate this content
Log in

Similar bengali poem from Romance