আমাদের একটা বদ অভ্যাস আছে
আমাদের একটা বদ অভ্যাস আছে
আমাদের একটা বদ অভ্যাস আছে!
কাউকে 'মিস ইউ' লিখতে গিয়ে মেসেজ সেন্ট না করে কেটে দিয়ে পুরোনো কনভারসেশন উপর-নীচ গোগ্রাসে পড়ে ফেলার বদ অভ্যাস!
আমাদের একটা বদ অভ্যাস আছে!
কারোর প্রতি অভিমান জমে গেলে তার প্রতি এক আকাশ দূরত্ব তৈরি করার বদ অভ্যাস!
আমাদের একটা বদ অভ্যাস আছে–
ফোন কলের অপরপ্রান্তের মানুষটার কন্ঠ শুনে হৃৎপিণ্ড অবশ হয়ে গিয়ে মুখে নিরবতার খৈ ফোটার বদ অভ্যাস!
আমাদের একটা বদ অভ্যাস আছে–
কাউকে বিরক্ত করতে করতে এক সময় হুট করে তাকে আপাত ভুলে যাওয়ার বদ অভ্যাস!
আমাদের একটা বদ অভ্যাস আছে–
প্রতিক্ষণ নিয়ম করে বুকের মধ্যে পুষে রাখা মানুষদের সাথে কল্প কথায় আড্ডা দেওয়ার বদ অভ্যাস!
আমাদের একটা বদ অভ্যাস আছে–
নিষিদ্ধ জিনিসের প্রতি আকাঙ্ক্ষার পারদটা বেড়ে যাওয়ার বদ অভ্যাস!
আমাদের একটা বদ অভ্যাস আছে–
বৃষ্টি স্নাত বিকেলের ভিজে মাটির গন্ধ শুঁকে মাতাল হয়ে যাওয়ার বদ অভ্যাস!
আমাদের একটা বদ অভ্যাস আছে–
আকাশের দিকে নিয়ম করে তাকিয়ে থেকে অনিয়ম হয়ে যাওয়ার বদ অভ্যাস!
আমাদের একটা বদ অভ্যাস আছে–
মনের কান্না বুকে রেখে গুমড়ে কান্নার করার বদ অভ্যাস!
আমাদের একটা বদ অভ্যাস আছে–
চারপাশে বারুদ রেখে বুকের মাঝে হাওয়া জমানোর বদ অভ্যাস!
আদতে, মানুষের অনেকগুলো বদ অভ্যাস আছে–
যে অভ্যাস আমাদের প্রিয় অপ্রিয় নীল অন্ধকারের বদ অভ্যাস!

