STORYMIRROR

অনিরুদ্ধ রনি

Abstract Romance Others

3  

অনিরুদ্ধ রনি

Abstract Romance Others

আমার একটা তুমি চাই

আমার একটা তুমি চাই

1 min
4

আমার একটা তুমি চাই! 

রং মেখে সং সেজে থাকা এই রঙিন পৃথিবীতে, 

আমার একটা একরঙা তুমি চাই ।


কিছুটা বিবর্ণ হলেও ক্ষতি নেই, 

কিছুটা মলিন হলেও দোষ নেই, 

কনক্রিটের মত মজবুত হওয়ার বাধ্যবাধকতা নেই,

কাশফুলের মত কোমল হলেই চলনসই ।


ক্ষতিকর কেমিক্যালের রঙে রঙিন নয়, 

বরং এসো কৃষ্ণচূড়ার লাল নিয়ে, 

নয়তো আকাশের নীল, 

তবু এসো একরঙে।


গিরগিটির মত রং বদলিওনা । 

যে রঙে মিশে থাকি শুধু আমি, 

কৃত্রিমতা যাকে ছুঁতে পারে না, 

ঠিক তেমনি একটা তুমি হয়ে এসো ।


আচ্ছা,

আমার যে একটা একরঙা তুমি চাই, 

সে কি তুমি জানো!


Rate this content
Log in

Similar bengali poem from Abstract