STORYMIRROR

অনিরুদ্ধ রনি

Romance Thriller Others

3  

অনিরুদ্ধ রনি

Romance Thriller Others

কবিতা লিখতে লিখতে একদিন

কবিতা লিখতে লিখতে একদিন

1 min
147

কবিতা লিখতে লিখতে একদিন হঠাৎ কবিতাকেই হারিয়ে ফেলি।

শব্দের পর শব্দ জুড়ে নিপূণ হাতে অন্য এক কবিতার ছবি আঁকি।

একদিন চেয়ে দেখি বাক্যহীন ধুসর ক্যানভাসে এক অচেনা ছায়া,

কবিতা সেখানে নেই। আমার ঘরে, বারান্দায়, উঠোনে কবিতার

পায়ের নূপুর আর বেজে ওঠেনা। হরিনীর মতো চঞ্চল, ঝর্ণার মতো

উচ্ছল, প্রকৃতির মতো নির্মল কবিতা আমার বৃষ্টির ছন্দে, পাখীর

কলরবে, মায়াবী জোছনায় আর হেসে ওঠেনা। প্রাঞ্জল শব্দে, মুগ্ধ

বাক্যে, অনুপম ছন্দে সে আর উদ্বেলিত হয়না। কবিতা আজ নীরব।

এক কবিকে ভালবেসে আজ তার নিঃসঙ্গ জীবন, অন্য এক কবিতা

কেড়েছে তার স্বপ্নময় সুখ। কবিকে হারায় কবিতার মাঝে, অথচ

শূন্য খাতার পাতা হেসে ওঠে পাওয়ার আনন্দে। হায় কবিতা! সুখে

তার বিঁধে রয় শব্দের কাঁটা, ভালবাসা কুড়ে খায় বাক্যবিলাসী যত

ঘুণপোকা। কবিতাকে ভুলে আজ ডুবে থাকি কবিতায়। কবি হবার

নেশায় ভুলে যাই সবকিছু। প্রেম-ভালবাসা সবই যে আমার কবিতা,

কল্পনায় ভাসি আমি স্বপ্নের ঠিকানায়। কবিতা নামের মানবী এক

ডুকরে কাঁদে অবহেলায়। আমি সৃষ্টির নেশায় বুঁদ হয়ে পড়ে থাকি

রাত্রির মাদকতায়, ভুলে যাই জীবন্ত এক কবিতা আমারি বিছানায়।


Rate this content
Log in

Similar bengali poem from Romance